
জ্যোৎস্না রাতে হাঁটছি একা
নিঃসঙ্গ এক পথের বুকে...
ছিলাম ভালো, আত্মভোলা
হাঁটছিলাম নিজের সুখে।
হঠাৎ দেখি চাঁদের আলোয়,
আমার ছায়ার পাশে পাশে,
কেউ ছিল না আশে পাশে...
তবুও কারো পড়লো ছায়া।
দেখি আমি, আমার ছায়া...
অকারণে, অচেনা সুখে
হাতটি নিল ঐ ছায়াটির...
সুখ খুঁজলো ছায়ার বুকে।
ছায়ার মায়া আমার হৃদয়
দোলালো যে আপন মনে
মহাসুখে আমার ছায়া
কইলো কথা ছায়ার সনে...
কবি হওয়ার বাসনাতে,
হাঁটছিলাম জোছনাতে,
হৃদয়হীনা, ছিলে না তো...
ছিলে না তো আমার সাথে...
শুধু...তোমার ছায়া-আমার ছায়া
খেলেছিল সেই সে রাতে...
No comments:
Post a Comment